দোগাছী ইউনিয়নের অন্তর্গত দক্ষিনরামচন্দ্রপুর লঞ্চঘাট ব্রীজটি বহুপুর্বেই নির্মান করা হয়। এই ব্রীজটির পুরো নাম বৃহত ব্রীজ/কালভার্ট নির্মান। পাবনা শিলাইদহ রাস্তায় ১১১.০০ মিটার এই ব্রিজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করে। প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৭৮০০০০০৳ এবং চুক্তি মুল্য ৮৪৭২০০০৳। এই ব্রীজের ঠিকাদার ছিলেন মোঃ নিজাম উদ্দিন প্রামানিক সুজানগর পাবনা। এই ব্রীজ হওয়ায় দক্ষিনরামচন্দ্রপুর বাংলাবাজার হতে শিলাইদহ পর্যন্ত নিবিঘ্নে যাতায়াত সম্ভব। সেইসাথে রাধাকান্তপুর, কোশাখালী, কোমরপুর এই সকল গ্রামে শহর হতে পৌছানোর একমাত্র মাধ্যম হল এই লঞ্চঘাট ব্রীজ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS